তুমি নির্ভয়া না দামিনী ,আমরা ওসব কখনও ভাবিনি
পথে বেরিয়াছিলাম ,সাহস জুগিয়াছিলাম , কিন্তু বাঁচাতে তোমায় আমরা পারিনি ।
তোমার সর্বনাশের মূলে যারা ,তারা তো চিরঘ্র্ন্য
সমাজ ,আইন,বিচার -- ক্ষমা তাদের কে কখনও করেনি ।
দুঃখের বিষয় মানুষের মনে ,এই ঘটনাটা খুব বেশী নাড়া দেয়নি
নইলে কেন প্রত্যহ এই নির্যাতন ও শ্লিতাহানি ?
সমাজ থেকে আজও এসব কলঙ্ক মুছে যায়নি
মাঝে মাঝে মনে হয় ,দামিনীর করুণ আর্তি তোমাকে স্পর্শ করেনি ।
আমাদের একান্ত অনুরোধ ---
আসুন বদলে ফেলি ,যেটা এখনও আমরা করতে পারি নি। ......
পথে বেরিয়াছিলাম ,সাহস জুগিয়াছিলাম , কিন্তু বাঁচাতে তোমায় আমরা পারিনি ।
তোমার সর্বনাশের মূলে যারা ,তারা তো চিরঘ্র্ন্য
সমাজ ,আইন,বিচার -- ক্ষমা তাদের কে কখনও করেনি ।
দুঃখের বিষয় মানুষের মনে ,এই ঘটনাটা খুব বেশী নাড়া দেয়নি
নইলে কেন প্রত্যহ এই নির্যাতন ও শ্লিতাহানি ?
সমাজ থেকে আজও এসব কলঙ্ক মুছে যায়নি
মাঝে মাঝে মনে হয় ,দামিনীর করুণ আর্তি তোমাকে স্পর্শ করেনি ।
আমাদের একান্ত অনুরোধ ---
আসুন বদলে ফেলি ,যেটা এখনও আমরা করতে পারি নি। ......