জানি না আজ তুমি কোন সুদূরে__
তবু আজ বৃষ্টিস্নাত বিকালে,
তোমাকেই মনে পড়ে বারে বারে |
কিছুটা আবছা আবছা,কিছুটা স্বচ্ছ __
কিছু টুকরো টুকরো স্মৃতি,খুঁজছি হাতড়ে |
স্মৃতি সবটুকু পারেনি রাখতে গচ্ছিত,
কতকটা সজীব-প্রাণোচ্ছল, কতকটা নিষ্প্রাণ-মৃত |
যেদিন গুটি গুটি পায়ে প্রবেশ করলে শ্রেণীকক্ষে
সেদিন থেকে তোমার স্থান আমার নীরব-বক্ষে |
আজ বারে বারে ফিরে তাকাই প্রথম 'দেখার'' মুহূর্তে,
যদি তুমিও ভাবতে,তবে পারতে না আমায় ছাড়তে.....|
তবু আজ বৃষ্টিস্নাত বিকালে,
তোমাকেই মনে পড়ে বারে বারে |
কিছুটা আবছা আবছা,কিছুটা স্বচ্ছ __
কিছু টুকরো টুকরো স্মৃতি,খুঁজছি হাতড়ে |
স্মৃতি সবটুকু পারেনি রাখতে গচ্ছিত,
কতকটা সজীব-প্রাণোচ্ছল, কতকটা নিষ্প্রাণ-মৃত |
যেদিন গুটি গুটি পায়ে প্রবেশ করলে শ্রেণীকক্ষে
সেদিন থেকে তোমার স্থান আমার নীরব-বক্ষে |
আজ বারে বারে ফিরে তাকাই প্রথম 'দেখার'' মুহূর্তে,
যদি তুমিও ভাবতে,তবে পারতে না আমায় ছাড়তে.....|